ওয়ান্ডার ওম্যান চরিত্রে গ্যাল গ্যাদত

বিদায় গ্যাল গ্যাদত: ওয়ান্ডার ওম্যানের রাজত্বে পরিবর্তনের হাওয়া

সময় বদলায়। বদলে যায় জনপ্রিয় চরিত্রের মুখগুলোও। তবে গ্যাল গ্যাদতের মতো একজন ‘ওয়ান্ডার ওম্যান’কে বদলে দেওয়ার সিদ্ধান্ত সহজ নয়। ডিসি ইউনিভার্স সেই কঠিন কাজটাই করতে যাচ্ছে। নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ চলচ্চিত্রে আর দেখা যাবে না ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদতকে। এখন শোনা যাচ্ছে, লাতিন আমেরিকান অভিনেত্রী আদ্রিয়া আর্জোনার দিকেই ঝুঁকছে ডিসি।

গ্যাল গ্যাদতের গল্প শুরু হয়েছিল ২০১৬ সালে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর মাধ্যমে। কিন্তু ২০১৭ সালে একক ‘Wonder Woman’ ছবিতে এসে তিনি সত্যিকারের সুপারস্টার হয়ে উঠলেন। সেই ছবির পরিচালনা করেন প্যাটি জেনকিন্স, যিনি নারী পরিচালকের মধ্যে অন্যতম সফল একজন। একদিকে গ্যাল গ্যাদতের কড়া ও কোমল ব্যক্তিত্ব, অন্যদিকে জেনকিন্সের নির্মাণশৈলী দুইয়ে মিলে তৈরি হয় ইতিহাস।

তার পরবর্তী অংশ ‘Wonder Woman 1984’ যদিও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, কিন্তু তাতেও গ্যাল গ্যাদতের জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। তিনি এক সময়ের ‘মিস ইসরায়েল’, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে একজন আন্তর্জাতিক নারীবাদী প্রতীক হিসেবে।

গ্যাল গ্যাদতের ওয়ান্ডার ওম্যান হয়ে ওঠার যাত্রাটা ছিল সিনেমার ইতিহাসে একটি অনন্য অধ্যায়। ২০১৭ সালের ‘Wonder Woman’ ছবির মাধ্যমে তিনি যেন ডিসি কমিক্সের পাতার চরিত্রকে রক্ত-মাংসে রূপ দিলেন। আত্মবিশ্বাসী, সাহসী, সংবেদনশীল এবং অতিমানবীয় এক নারীর প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন তিনি। তারপর ‘জাস্টিস লিগ’ কিংবা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ প্রতিটি কিস্তিতেই গ্যাল গ্যাদতের ক্যারিশমা ছিল চোখে পড়ার মতো।

তবে সব কিছুরই শেষ আছে এবং এই শেষটা যেন একটা নতুন শুরুও।

ডিসি ইউনিভার্সের নতুন অধ্যায়

জেমস গান এবং পিটার সাফরান ডিসি স্টুডিওর দায়িত্ব নেওয়ার পর থেকেই বড় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। হেনরি ক্যাভিলের সুপারম্যান বিদায় নিলেন আগেই, বেন অ্যাফ্লেকও ব্যাটম্যানকে বিদায় জানিয়েছেন। এবার পালা গ্যাল গ্যাদতের।

গান সম্প্রতি জানিয়েছেন, নতুন ওয়ান্ডার ওম্যান সিনেমার স্ক্রিপ্ট এখনো লেখার পর্যায়ে রয়েছে। পাশাপাশি ‘থেমিসকিরা’ নামের একটি স্পিন-অফ সিরিজের কাজও চলছে, যেখানে ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান ও তার নারীনির্ভর সমাজের গল্প উঠে আসবে।

এটাই যেন ইঙ্গিত দিচ্ছে, ডিসি এখন নতুন এক জগৎ গড়ে তুলতে চায়। সেই জগতে পুরনো সুপারহিরোদের জায়গা হয়তো কমে আসছে, জায়গা করে নিচ্ছেন নতুন মুখ।

কে হবেন পরবর্তী ‘ওয়ান্ডার ওম্যান’?

এই প্রশ্নের উত্তর নিয়েই চলছে গুঞ্জন। তবে আলোচনায় উঠে এসেছে একটি নাম আদ্রিয়া আর্জোনা। লাতিন আমেরিকান এই অভিনেত্রী ‘হিট ম্যান’, ‘৬ আন্ডারগ্রাউন্ড’ কিংবা ‘অ্য্যান্ডোর’-এর মতো প্রজেক্টে কাজ করে এরই মধ্যে প্রমাণ করেছেন নিজের প্রতিভা।

জেমস গান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আদ্রিয়া হতে পারে দুর্দান্ত এক ওয়ান্ডার ওম্যান।’ তবে এ-ও বলেছেন, এখনও কিছুই নিশ্চিত নয়।

গান আরও জানিয়েছেন, আদ্রিয়ার সঙ্গে তার পরিচয় সেই সাত বছর আগে, যখন একসঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন। সেই বন্ধুত্বের সম্পর্ক এখনও বজায় রয়েছে। তবে বন্ধুত্ব মানেই যে ‘কাস্টিং নিশ্চিত’ – তা নয়, বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন।

কে এই আদ্রিয়া আর্জোনা?

আদ্রিয়া আর্জোনা মূলত পুয়ের্তো রিকো এবং গুয়াতেমালার রক্তে গড়া এক লাতিন তারকা। তাকে দেখা গেছে ‘৬ আন্ডারগ্রাউন্ড’, ‘মরবিয়াস’, ও সাম্প্রতিক ‘হিট ম্যান’-এ। হলিউডে তার চলার পথ খুব দীর্ঘ না হলেও, তার অভিনয় ও উপস্থিতি নজর কেড়েছে জেমস গানসহ অনেক পরিচালকের।

Adria
আদ্রিয়া আর্জোনা, যাকে নতুন ওয়ান্ডার ওম্যান হিসেবে দেখা যেতে পারে

জেমস গান জানিয়েছেন, “আমি তাকে আগে একটি প্রজেক্টে ডেকেছিলাম। তখন থেকেই ওর কাজের প্রতি আমার আগ্রহ তৈরি হয়।”

যদিও গান এখনো নিশ্চিত করে বলেননি যে আদ্রিয়াই হবেন কি না ‘ওয়ান্ডার ওম্যান’, তবু একটা বিষয় পরিষ্কার, তিনি নতুন কিছু চেষ্টা করতে আগ্রহী। সম্ভবত একটি ভিন্ন জাতিগত পটভূমির ও রঙের নারী সুপারহিরো তুলে ধরেই ডিসি বৈচিত্র্য এবং বৈশ্বিক প্রতিনিধিত্বে জোর দিতে চায়।

রাজনীতি, সংস্কৃতি ও সুপারহিরো

গ্যাল গ্যাদতের বাদ পড়া নিছক সিনেমা বিষয়ক সিদ্ধান্ত বলেই অনেকের মনে হতে পারে। কিন্তু আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে, বিশেষ করে সুপারহিরো ঘরানায়, রাজনীতি ও সংস্কৃতি প্রায়ই পর্দার আড়ালে কাজ করে। গ্যাদত একজন সাবেক ইসরায়েলি সেনা ছিলেন, এবং তার অতীত রাজনৈতিক মতাদর্শ নিয়ে অনেক বিতর্কও রয়েছে।

এখানেই বিষয়টি আরও সংবেদনশীল। বর্তমান বিশ্বের রাজনৈতিক বাস্তবতায় অনেক ফ্যান, বিশেষ করে আরব ও মুসলিম দর্শকরা গ্যাদতকে সরিয়ে দেওয়াটা ইতিবাচক চোখেই দেখছেন। অন্যদিকে, অনেক পশ্চিমা দর্শক একে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ হিসেবে দেখতে অনিচ্ছুক।

ডিসি স্টুডিওর রিবুট: পুরনো গৌরবের পেছনে ফেরা নয়

সুপারহিরোদের জগতে এখন চলছে রিবুট আর রি-ইমাজিনিং-এর ট্রেন্ড। মার্ভেল যেমন একের পর এক নতুন চরিত্র তৈরি করছে, তেমনি ডিসিও চাইছে নিজস্ব ইউনিভার্সকে আরও সুসংগঠিত ও ভবিষ্যতমুখী করে তুলতে। এই লক্ষ্যেই হেনরি ক্যাভিল বাদ পড়েছেন সুপারম্যান থেকে, বেন অ্যাফ্লেক বিদায় বলেছেন ব্যাটম্যানকে, এবং এখন গ্যাল গ্যাদতও তালিকায় যুক্ত হচ্ছেন।

জেমস গান ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’ পরিচালনা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার কাছে সুপারহিরো মানে শুধু অ্যাকশন নয়, বরং গল্প, আবেগ, দ্বন্দ্ব এবং পরিচয়ের লড়াই। তাই ‘ওয়ান্ডার ওম্যান’-কে নতুন করে তুলে ধরতে চান তিনি আরও মানবিক, প্রাসঙ্গিক ও সময়োপযোগী এক কাঠামোতে।

প্রতীকি থেকে চরিত্র: গ্যাল গ্যাদতের ছায়া কি ছাড়াতে পারবেন নতুন মুখ?

‘ওয়ান্ডার ওম্যান’ শুধুমাত্র একটি সুপারহিরো চরিত্র নয় এটি একটি নারীবাদী প্রতীকও। গ্যাল গ্যাদত সেটিকে শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং এক ধরনের কালচারাল আইকন হয়ে উঠেছিলেন। প্রশ্ন হচ্ছে, নতুন অভিনেত্রী কি সেই স্থান নিতে পারবেন?

আদ্রিয়া যদি সত্যিই এই চরিত্রে আসেন, তবে সেটি হবে ডিসি ইউনিভার্সের জন্য এক বড় পরীক্ষা। তবে গ্যাল গ্যাদতের কাঁধে যে দায়িত্ব ও প্রত্যাশা ছিল, আদ্রিয়ার ক্ষেত্রেও তা থাকবে নিঃসন্দেহে। বিশেষ করে এখন, যখন দর্শক কনটেন্টের গভীরতা ও বৈচিত্র্যের দিকে অনেক বেশি সচেতন।

ভক্তদের প্রতিক্রিয়া: আবেগ বনাম বাস্তবতা

ডিসি ফ্যানদের অনেকেই গ্যাল গ্যাদতের ওয়ান্ডার ওম্যান চরিত্রকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে নতুন মুখ মেনে নেওয়াটা কঠিন হতে পারে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে কিছু ভক্ত হতাশা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ নতুন মুখকে সুযোগ দেওয়ার পক্ষেও মত দিয়েছেন।

তবে চলচ্চিত্র জগতে পরিবর্তন মানেই নতুন সম্ভাবনা। হিথ লেজারের ‘জোকার’-এর পর অনেকেই বলেছিলেন, আর কেউ সেই চরিত্র করতে পারবে না। অথচ ওয়াকিন ফিনিক্স এসে আবারও জিতেছেন অস্কার।

সময় বলবে…

গ্যাল গ্যাদতের বিদায় এক যুগের সমাপ্তি। কিন্তু ডিসি ইউনিভার্স এখন যে নতুন অধ্যায় লিখতে যাচ্ছে, সেখানে হয়তো আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে।

এখন আদ্রিয়া আর্জোনা হোক বা অন্য নতুন কেউই হোক, ‘ওয়ান্ডার ওম্যান’-এর সামনে শুধু এক চরিত্র নয়, বরং এক ঐতিহাসিক উত্তরাধিকার বহনের চ্যালেঞ্জও রয়েছে।

এখন অপেক্ষা শুধু সময়ের কে হবেন নতুন ওয়ান্ডার ওম্যান, এবং তিনি কতটা সফলভাবে ধারণ করতে পারবেন গ্যাল গ্যাদতের রেখে যাওয়া সোনালী মুকুট।

উইজ বাল্বের জন্য লেখাটি লিখেছেন: রাজা জহুর খান

আপনার যদি এ লেখাটা ভালো লেগে থাকে, তাহলে উইজ বাল্ব বুকমার্ক করে রাখুন। এরকম অভিনব ও নিত্যনতুন লেখা প্রায়ই পাবেন। আপাতত কষ্ট করে একটু ঢুঁ দিয়ে যেতে হবে সাইটে। চেষ্টা করছি নিউজলেটার অপশনও নিয়ে আসতে। সেটা চলে এলে সরাসরি আপনার মেইলেই চলে যাবে নতুন লেখা।