আইফোন না হলে ফোন ফিরিয়ে দিচ্ছে চোররা!

আইফোন না হলে ফোন ফিরিয়ে দিচ্ছে চোররা!

যুক্তরাজ্যের লন্ডনে ফোন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বহুদিনের। রাস্তায় হাঁটার সময় হঠাৎই কোনো ই-বাইকে করে ছুটে এসে হাত থেকে ফোন ছিনতাই – বেশ সাধারণ দৃশ্য। অনেক ক্ষেত্রে আবার কয়েকজন মিলে কাউকে কোণঠাসা করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

তবে নতুন এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এখন ফোন বেছে বেছে ছিনতাই করছে ছিনতাইকারীরা। অনেক সময় তারা স্যামসাং বা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন হলে তা ফেরত দিয়ে দিচ্ছে। কারণ তাদের লক্ষ্য শুধুই আইফোন!

‘স্যামসাং লাগবে না’—ছিনতাইকারীর কথা!

লন্ডন সেন্ট্রিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে দক্ষিণ লন্ডনে ৩২ বছর বয়সী এক যুবককে আটজনের একটি দল ঘিরে ধরে এবং তার জিনিসপত্র ছিনিয়ে নেয়। তারা ফোনটিও নিয়ে যাচ্ছিল, কিন্তু দলের একজন ফিরে এসে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বলে, ‘স্যামসাং লাগবে না।’

প্রায় একই ধরনের ঘটনা জানিয়েছেন আরেক ব্যক্তি মার্কও। হাঁটার সময় একটি ই-বাইক এসে তার ফোন টান দিয়ে নিয়ে যায়। তিনি ছিনতাইকারীর পেছনে দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে দেখেন, ছিনতাইকারী তার ফোনটায় একবার নজর বুলিয়ে তা রাস্তার উপর ছুঁড়ে ফেলে দিয়েছে। তার ফোনটি ছিল স্যামসাং গ্যালাক্সি। মোদ্দাকথা, ফোনটি ছিনতাই করার মতো বলে মনে হয়নি ছিনতাইকারীর কাছে।

কেন আইফোনই চোরদের প্রথম পছন্দ?

ফোন চুরিতে আইফোন নাকি অ্যান্ড্রয়েড বেশি টার্গেট করা হচ্ছে – সে বিষয়ে সরকারি কোনো তথ্য নেই। তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, ছিনতাইকারীরা স্পষ্টভাবে আইফোনকেই টার্গেট করছে। কারণ আইফোনের পুনর্বিক্রয়মূল্য অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক বেশি।

স্যামসাংসহ বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের রিসেল ভ্যালু তুলনামূলক কম। যেহেতু চোর বা ছিনতাইকারীরা চোরাই ফোন খুব কম দামে বিক্রি করতে পারে, তাই তারা এমন ফোনই নিতে চায় যেগুলো বেশি দামে বিক্রি করা সম্ভব—অর্থাৎ আইফোন।

সমাধান? হয়তো স্যামসাং কিনলেই নিরাপদ

লন্ডনে বাড়তে থাকা ফোন চুরি সমস্যা মোকাবিলায় কর্তৃপক্ষ সময় নিলেও, সাধারণ মানুষের জন্য হয়তো একটি সহজ সমাধান আছে। স্যামসাং বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা। অন্তত চোরেরা সেটি চুরি করতে চাইবে না, বা চুরি করলেও ফেরত দিয়ে যাবে!!

তথ্যসূত্র: স্যামমোবাইল, অ্যান্ড্রয়েড পুলিশ